প্যারেন্টিং চর্চা
parenting |
প্রতিটি দ্বীনি বোনের স্বপ্ন তাদের অনাগত সন্তান নিয়ে।তাদের অনাগত সন্তানরা যদি জানত তাদের মা তাদের জন্য অনেক হাজার স্বপ্ন বুনে রেখেছে দ্বীনের জন্য।তাদের মাধ্যমে দ্বীনের নূর আরো বহুদূর যাবে।তাদের মায়েরা জাহেলি থেকে উঠা আসা বক্র হৃদয় যখন সরল পথ পেয়েছে সেই থেকে তাদের জীবনের করা সকল ভুল আর স্বপ্ন গুলো বাস্তবায়ন করার জন্য নেক সন্তানের অপেক্ষায়!
সন্তান গুলো কে ঠিক মারিয়াম (আ) পিতা মাতার মত আল্লাহর জন্য কোরবান করতে চায়।নিজের জন্য সন্তান গুলো কে সাদকা জারিয়া হিশেবে রেখে যেতে চায়।
এমন প্রতিটি ইচ্ছে স্বপ্নের জন্য প্রতিটি মাকে হতে হবে মহয়সী নারী।তার জন্য প্রয়োজন আল্লাহর দাসত্ব নেক আমল।আল্লাহর দ্বীন চর্চা ও ইলম অর্জন করা।
প্রতিটি মায়ের উচিত প্যারেন্টিং এর উপর আলাদা করে সময় দেওয়া।নিজে এবং সন্তানের জন্য ইলম অর্জন করা।
এই সেকশনে আমরা প্যারেন্টিং নিয়ে আলোচনা করব ইন শা আল্লাহ। আসুন বাবা-মা হতে শিখি এবং সন্তানকে উত্তম আদর্শে লালন পালন করি। এই সেকশনের সকল পোস্টগুলো পেতে ক্লিক করুন PARENTING
0 Comments