Banner Ads

করোনা ভাইরাস নিয়ে ম্যালওয়ার, দেখে নিন আপনিও শিকার হচ্ছেন নাতো ?

 বিশ্ব দরবারে আলোচিত করোনাভাইরাস সংবাদ নিয়ে বা তথ্য নিয়ে মানুষের কৌতূহলের সুযোগ নিচ্ছে সাইবার দুর্বৃত্তরা।

Cyber crime and security 

যারা প্রতিনিয়ত করোনাভাইরাস নিয়ে বিভিন্ন তথ্য  অনলাইনে সার্চ দিচ্ছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।


>> [ Longer charge able Smartphone ] যে ফোনে চার্জ থাকে বেশি

 করোনাভাইরাস এর  বিভিন্ন তথ্য এর সাথে ভাইরাস ছড়াচ্ছে সাইবার দুর্বৃত্তরা।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির গবেষকেরা বলেন, বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠা করোনাভাইরাস এর তথ্য নিয়ে ক্ষতিকর ফাইল ছড়াচ্ছেন দুর্বৃত্তরা। বিভিন্ন পরামর্শ বা দিকনির্দেশনা দেয়ার নামে কম্পিউটারে ম্যালওয়ার সনাক্ত করা হয়েছে। এর পিডিএফ ফাইল আকারে,এমপি ফোর  ও ডকএক্স ফাইল আকারে কম্পিউটারে ডাউনলোড করার জন্য ছড়ানো হচ্ছে।

তাই বিশেষজ্ঞরা বলেন যেকোন ওয়েবসাইট থেকে করোনা ভাইরাস সম্পর্কে কোন তথ্য জানার জন্য কোন ফাইল ক্লিক করার আগে সেটাকে বিবেচনাযোগ্য করার জন্য এবং কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান বা বিশ্বস্ত ওয়েবসাইট থেকেও সাবধান হওয়ার জন্য জানানো যাচ্ছে।

 পরিশেষে বলতে চাই আপনারা অনলাইনে ম্যালওয়ার সম্পর্কে সাবধান থাকবেন এবং অনলাইনে সার্চ না দিয়ে টিভি বা নিউজপেপারে করোনাভাইরাস সম্পর্কে তথ্য নিন ।তাহলে অনেক দিক থেকে আপনারা সিকিউর থাকবেন ।

ধন্যবাদ সকলকে।


Post a Comment

0 Comments