Muslim Parenting |
আধুনিক শিক্ষা নাকি ধর্মবিমুখীতা
~ আল্লাহ তায়ালা রাসূল (স) কে দিয়েছেন শিক্ষা৷ যার শিক্ষায় শিক্ষিত হয়ে রাসূল (স) জগতবাসীর মহান শিক্ষক।
রাসূল (স) শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন৷ আর তিনি যেই শিক্ষাটা মানুষ কে দিয়েছেন। সেটা মানুষ কে প্রথমেই আত্মসমর্পণ করতে আহবান করেছেন।
আর এই শিক্ষায় আত্মসমর্পণ করার পর। মৃত্যু পর্যন্ত রবের নিকট নিজেদের সঁপে দিতে হবে।
আর তার বিপরীতে মানুষ কে যে মূর্খতা গ্রাস করেছিলো। তা ছিলো কুশিক্ষা বা জাহেলিয়াত।
যেটা আমরা আইয়্যামে জাহেলিয়াত বলি।
যে শিক্ষা আত্মসমর্পণ এর বিপরীতে অবাধ্য করতো।
রব কে চেনার বিপরীতে দুনিয়া কে চেনানো হতো।
রবের বিধান কে মান্য করার বিপরীতে নিজের নফসের চাওয়াকে পূরণ করতো।
সত্যকে গ্রহণ করার পরিবর্তে মিথ্যাকে মিশ্রিত করে জীবনযাপন করতো।
পবিত্র পথের বিপরীতে নগ্নতা কে বেছে নেওয়া হতো। ইত্যাদি ইত্যাদি।
আজ আমরা যেটা শিক্ষা বলি এটা কী আদৌ কোনো শিক্ষা।
যেখানে স্পষ্ট বলা হয়েছে তোমরা নিজেদের জাহেলিয়াতের যুগের মত প্রদর্শন করো না।
সেখানে অর্ধনগ্ন পোশাক পড়ে ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে। র্যাগ ডে,নৃত্য,সংস্কৃতি ইত্যাদির নামে নিজেকে উজার করে দিয়েছে।
শিক্ষার যেই ব্যাসিক প্যাটার্ন সেটাকে তুচ্ছ করে একটা জাহেলি চলাফেরা কে ধারণ করে।
শ্রেণীকক্ষে গাইড ও শিট আর টিচারের লেকচার শুনলেই শিক্ষা হয়ে যায়??
যেই শিক্ষায় বলেছে তোমার হাত পর্যন্ত প্রদর্শন করা থেকে বিরত থাকো। সেখানে এই শিক্ষা কে তুচ্ছ করে এমন এক শিক্ষালয়ে বসে প্রেম করছে। দৈহিক যৌনতায় লিপ্ত হচ্ছে। এটা কী শিক্ষা বা শিক্ষালয়। যে শিক্ষালয় তাকে বাধ্য করেনি তার অবাধ যৌনতা নিয়ন্ত্রণ করতে। উল্টো তাকে উন্মুক্ত করেছে। এটাই কী তাহলে জাগতিক শিক্ষা??
যেখানে শিক্ষা দেওয়া হয়েছে তোমাকে আগুনে পুড়ালেও শিরক করো না। সেখানে শিক্ষালয়ে বসেই শিরক কে স্মার্টনেস মনে করা হচ্ছে।
যেখানে সুদ কে জ্বিনার সাথে তুলনা করা হচ্ছে। আজ শ্রেণীকক্ষে সুদের অংক করানো হচ্ছে।
শিক্ষার সংজ্ঞাটা কী??
অবাধ্যতা, স্বাধীনতা, উন্মুক্ততা,নিয়ন্ত্রণহীনতা ইত্যাদি ইত্যাদি।
নাকি শিক্ষা মানে রবের নিকট নিজেদের সঁপে দেওয়া৷
শিক্ষিত আর মূর্খ। এটার সংজ্ঞা কী। ইসলামের আলোকে শিক্ষিত কে। আর পুঁজিবাদের আলোকে শিক্ষিত কে??
সতীত্ব নেই,নারীত্ব নেই,ধর্ম নেই। কিন্তু গ্র্যাজুয়েট সার্টিফিকেট আছে৷ সে শিক্ষিত। কারণ তার একাডেমিক পারফরম্যান্স আছে।
অন্যদিকে সতীত্ব আছে,পর্দা আছে,ধার্মিকতা আছে,আনুগত্য আছে। কিন্তু তার একাডেমিক পারফরম্যান্স নেই। সে কী মূর্খ??
যাস্ট এতটুকু পার্থক্য তুলে ধরলাম। আপনি চ্যালেঞ্জ নেন আর না নেন। আধুনিক নারী শিক্ষা কে আমি শিক্ষা বলতেই অস্বীকৃতি জানাই। এবং জানিয়ে যাব।
আরো পড়ুনঃ
0 Comments