প্রতিবেশীর কিছু অধিকার:
- ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ জিবরাঈল (আবু দাউদ) আমাকে প্রতিবেশী সম্পর্কে এতো অধিক নসীহত করতে থাকেন যে, আমি মনে মনে ভাবলাম, তিনি হয়তো প্রতিবেশীকে ওয়ারিস বানাবেন (বুখারী, মুসলিম)।
আদাবুল মুফরাদ, হাদিস নং ১০৩
হাদিসের মান: সহিহ হাদিস
- আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার দুইজন প্রতিবেশী আছে। তাদের মধ্যে কোন প্রতিবেশীকে আমি উপহারাদি দিবো? তিনি বলেনঃ যার (ঘরের) দরজা তোমার অধিকতর নিকটবর্তী তাকে (বুখারী, আবু দাউদ, তাহাবী)।
আদাবুল মুফরাদ, হাদিস নং ১০৬
হাদিসের মান: সহিহ হাদিস
- হাসান (র) থেকে বর্ণিতঃ তাকে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নিজের ঘর থেকে সামনের চল্লিশ ঘর, পেছনের চল্লিশ ঘর, ডানের চল্লিশ ঘর এবং বামের চল্লিশ ঘর তোমাদের প্রতিবেশী।
আদাবুল মুফরাদ, হাদিস নং ১০৮
হাদিসের মান: হাসান হাদিস
- ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ ইবনে আব্বাস (রাঃ) ইবনুয যুবাইর (রাঃ)-কে অবহিত করে বলেন, আমি নবী (সাঃ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে তৃপ্তি সহকারে আহার করে সে মুমিন নয় (বাযযার, হাকিম, তাহাবী)।
আদাবুল মুফরাদ, হাদিস নং ১১১
হাদিসের মান: সহিহ হাদিস
আরো পড়ুনঃ
- আবু যার (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাঃ) বলেছেনঃ হে আবু যার ! তুমি তরকারী রান্না করলে তাতে পানি (ঝোল) বেশী রাখো এবং তা তোমার প্রতিবেশীদের মধ্যে বিলাও (মুসলিম, আবু দাউদ, দারিমী, হিব্বান)। আদাবুল মুফরাদ, হাদিস নং ১১৩
হাদিসের মান: সহিহ হাদিস
- আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ আল্লাহর নিকট সেই সঙ্গী উত্তম যে নিজ সঙ্গীদের নিকট উত্তম। আল্লয়হর নিকট সেই প্রতিবেশী উত্তম যে নিজ প্রতিবেশীদের নিকট উত্তম (তিরমিযী, আবু দাউদ, হাকিম, দারিমী)।
আদাবুল মুফরাদ, হাদিস নং ১১৪
হাদিসের মান: সহিহ হাদিস
- আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না (বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ)।
আদাবুল মুফরাদ, হাদিস নং ১২০
হাদিসের মান: সহিহ হাদিস
আরো পড়ুনঃ
[পোষ্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ,জাযাকাল্লাহ]
0 Comments