Banner Ads

ফোন দিয়ে নিজের হার্ট বিট চেক করুন [how to check heart beat without mobile phone ]

আসসালামু আলাইকুম।
 এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বডি সেন্সর ছাড়াই মোবাইল দিয়ে হার্টবিট চেক করতে পারবেন।
Heart beat checker 
যারা আর্থিক ভাবে দুর্বল তাদের জন্য এই পোস্টটি খুবই কাজে দেবে।

পোস্টের টাইটেল দেখে আপনারা অনেকেই অবাক হয়েছেন যে এটা কিভাবে সম্ভব। অনেকে হয়তো মনে মনে গালি দেওয়া শুরু করেছেন। কিন্তু অনুরোধ রইল পোস্টটি শেষ পর্যন্ত পড়ার।

প্লে স্টোর থেকে নিচের অ্যাপটি ডাউনলোড করুন:
Heart beat checker 

এখন অ্যাপস টি ওপেন করুন। আপনার হার্টবিট চেক করার জন্য নির্দিষ্ট সময় 10 সেকেন্ডের মত শুধুমাত্র পিছনের ক্যামেরা উপরে আঙ্গুল হালকাভাবে চেপে রাখতে হবে। আঙ্গুল যেন অবশ্যই পুরো লেন্স (full lens) টা ঢাকা থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।

নিচের ছবির মতো :
Check heart beat with mobile 


এটা যে রিয়েল সেটা সবচেয়ে ভালো বোঝার উপায় হল আপনি যতক্ষণ আঙুল চেপে রাখবেন ততক্ষণ হার্টবিট দেখাবে। আঙুল সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে হার্টবিট দেখানো অফ করে দিবে। আঙুল সরিয়ে নিলে আবার দাগ সোজা হয়ে চলতে থাকবে।



আপনি আঙ্গুল বাদে অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করলে আ্যপসটি কাজ করবেনা এবং প্রতিবার ভিন্ন ভিন্ন হার্টবিট দেখায়।
আর এই অ্যাপস এর রেটিং ও ভালো।

আশা করি সকলের ভালো লাগবে ।ধন্যবাদ সকলকে।

Post a Comment

0 Comments