Banner Ads

আইয়্যামে বীযের সিয়াম | এই রজব মাসে আইয়্যামে বীযের সিয়াম রাখছেন তো?

 এই রজব মাসে আইয়্যামে বীযের সিয়াম রাখছেন তো? 
============================= 

◑ এ মাসের রোজাগুলো রাখতে হবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি। বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন ১৭ তারিখ বৃহস্পতিবারের সাপ্তাহিক রোজা। 
◑ চলমান রজব মাসের আইয়্যামে বীযের সিয়ামগুলো রাখতে হবে আগামী ১৫, ১৬ এবং ১৭ তারিখ যথাক্রমে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। 


আইয়্যামে বীযের সিয়াম





◑ আইয়্যামে বীয আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়্যামে অর্থ দিবসসমূহ, আর বীয অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসের (আরবি) ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়্যামে বীয বলা হয়। অনেকগুলো সহীহ হাদীস দ্বারা এই তিন দিন সিয়াম রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। ( সুযোগ হলে সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবারও রোজা রাখা উচিত। এ রোজাগুলো নবীজির (সাঃ) সারা জীবনের সুন্নত। )
 ◑ সহীহ হাদিসের আলোকে রজব মাসের বিশেষ কোনো আমল নেই। তবে রামাদানের প্রস্তুতি হিসেবে এই মাসটিকে কাজে লাগানো যাবে। এই মাসে বেশি বেশি দোআ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পবিত্র রামাদান মাস লাভের তাউফিক দান করেন। আমিন ~ হাফেয ইবনে রজব (রহঃ) বলেন: “মুয়াল্লা বিন ফজল বলেন তাঁরা ছয়মাস দু’আ করতেন রমজান মাস পাওয়ার জন্য এবং ছয়মাস দু’আ করতেন তাদের আমলগুলো কবুল হওয়ার জন্য।” ~ ইয়াইয়া বিন কাছির বলেন: তাদের দু’আর মধ্যে ছিল ‘হে আল্লাহ! আমাকে রমজান পর্যন্ত নিরাপদ রাখুন। রমজানকে আমার জন্য নিরাপদ করুন এবং রমজানের আমলগুলো কবুল করে আমার কাছ থেকে রমজানকে বিদায় করবেন।” [লাতায়িফুল মাআরিফ (পৃষ্ঠ- ১৪৮) থেকে সমাপ্ত] 
◑ তাই চলুন আমরা প্রত্যেকে নফল সিয়ামগুলো পালন করি। কারণ সিয়াম এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। সিয়াম পালনকারী বান্দাকে আল্লাহ এত পরিমাণ প্রতিদান দিবেন যে বান্দা আনন্দিত হবে। ইন শা আল্লাহ! 

✪ আল্লাহ আমাদের সবাইকে উক্ত সিয়ামগুলো রাখার তাউফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 

➤ আইয়ামে বীজের সিয়াম সম্পর্কিত কয়েকটি হাদীস জেনে নেয়া যাক।

 ◑ হাদীস ১ ------------ ইবনু মিলহান আল-ক্বায়সী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আইয়্যামে বীয অর্থাৎ চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে সওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এগুলো সারা বছর সওম রাখার সমতুল্য। (আবু দাউদ ২৪৪৯)
 ◑ হাদীস ২ ------------ জারীর ইব্‌ন আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ প্রত্যেক মাসের তিন দিন সাওম (রোযা) পালন করা সারা জীবন সাওম (রোযা) পালন করার সমতুল্য। আর আইয়্যামে বীয -তের তারিখের সকাল থেকে চৌদ্দ এবং পনের তারিখ পর্যন্ত। (নাসায়ী ২৪২০)
 ◑ হাদীস ৩ ------------ আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমার বন্ধু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু’রাক’আত সলাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা। (বুখারী ১৯৮১) আল্লাহ আমাদের সকলকে প্রতি চন্দ্র মাসের মাঝের তিন দিন আইয়্যামে বীযের সিয়ামগুলো রাখার তাওফিক দান করুন। আমীন। দাওয়াহ এর নিয়তে চাইলে পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের কারো মাধ্যমে উক্ত আমলটি কেউ শুরু করলে ইনশাআল্লাহ আমরা এর দ্বারা সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকব। ইন শা আল্লাহ! আমল করুন, শেয়ার করুন। 

Post a Comment

0 Comments