Banner Ads

গণক, জ্যোতিষী ইত্যাদি ভবিষ্যবক্তার নিকট গমন করা কেন নিষেধ?

গণক, জ্যোতিষী ইত্যাদি ভবিষ্যবক্তার নিকট গমন করা কেন নিষেধ?

-------------------------------------------

আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ ﷺ কে গণকদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, “ওরা অপদার্থ”। (অর্থাৎ ওদের কথার কোন মূল্য নেই)। তারা নিবেদন করল, ‘হে আল্লাহর রাসূল! ওরা তো কখনো কখনো আমাদেরকে কোন জিনিস সম্পর্কে বলে, আর তা সত্য ঘটে যায়।’ রাসূলুল্লাহ ﷺ বললেন, “এই সত্য কথাটি জ্বিন (ফিরিশ্তার নিকট থেকে) ছোঁ মেরে নিয়ে তার ভক্তের কানে পৌঁছে দেয়। তারপর সে ঐ (একটি সত্য) কথার সাথে একশটি মিথ্যা নিশিয়ে দেয়”১


গণক, জ্যোতিষী ইত্যাদি ভবিষ্যবক্তার নিকট গমন করা কেন নিষেধ?


স্বাফিয়্যাহ বিন্তে আবূ উবাইদ নাবী ﷺ এর কোন স্ত্রী (হাফসাহ রাঃ) হতে বর্ণনা করেছেন, নাবী ﷺ বলেছেন, “যে ব্যক্তি গণকের নিকট এসে কোন (গায়বী) বিষয়ে প্রশ্ন করে, তার চল্লিশ দিনের নামায কবুল হয় না।”২


🔴 রিযিক সম্পর্কে আপনার ভুল ধারনা সংশোধন করে নিন


ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি জ্যোতিষ বিদ্যার কিছু অংশ শিক্ষা করল, সে আসলে যাদু বিদ্যার একটি অংশ শিক্ষা করল। বিধায় জ্যোতিষ বিদ্যা যত বেশী পরিমাণে করবে, অত বেশী পরিমাণে তার যাদু বিদ্যা বেড়ে যাবে।”৩  

--------------------------------

১ সহীহুল বুখারী ৩২১০, ৫৭৬২, ৬২১৩, ৭৫৬১, মুসলিম ২২২৮, আহমাদ ২৪০৪৯

২ সহীহ মুসলিম ২২৩০ আহমাদ ১৬২০২, ২২৭১১

৩ আবূ দাঊদ ৩৯০৫ ইবনু মাজাহ ৩৭২৬ আহমাদ ২০০১, ২৮৩৬

রিয়াযুস স্ব-লিহীন ১৬৭৭, ১৬৭৮, ১৬৮০


আরো পড়ুনঃ 

➡ ১০ লাখ নেকি অর্জন ও ১০ লাখ গুনাহ মাফের দোয়া:


➡ আইয়্যামে বীযের সিয়াম কী? কেন আদায় করা অত্যন্ত জরুরী


Post a Comment

0 Comments