![]() |
How to record imo,messenger call |
তো চলুন কথা না বলে কাজে যাওয়া যাক প্রথমে সকলে আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম। আশাকরি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন।
অনেক সময় আমাদের ইমু বা মেসেঞ্জারে কিছু গুরুত্বপূর্ণ কল করার প্রয়োজন হয় ।কিন্তু সেখানে এমন কোন অপশন নেই যার ফলে রেকর্ড করতে পারব। আমি আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ সম্পর্কে কথা বলব যার ফলে আপনারা সহজে কল রেকর্ড করতে পারবেন।
নিচের অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এবং আমার পদ্ধতিগুলো অনুসরণ করুন::
অ্যাপস টি ওপেন হওয়ার পর Enable Overlay তে প্রবেশ করুন।
তারপর Accessibility এটাতে ঢুকে cub acr app connector এটা অন করে দিন।
এখন ফোনে প্রবেশ করে ইমো বা মেসেঞ্জারে যান এবং যাকে ফোন দিবেন তাকে ফোন দিন দেখুন অটোমেটিকলি কল রেকর্ড হচ্ছে।
আপনা রেকর্ডকৃত অডিও ক্লিপ গুলো দেখতে চাইলে অ্যাপস এর উপরের দিকে ক্লিক করুন ।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করুন আমি আবার বুঝিয়ে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
0 Comments