Banner Ads

ফোন কানে নিলে অটোমেটিক রিসিভ হয়ে যাবে ? অটোমেটিক কল রিসিভ করা সিস্টেম ?

কষ্ট করে ফোন রিসিভ করার দিন শেষ ।এখন আপনি কানে নিলে আপনার ফোন  অটোমেটিক রিসিভ হয়ে যাবে। তো চলুন এ কাজটি কিভাবে করবেন জেনে নেয়া যাক:

Automatically call receiveing system 

আসসালামু আলাইকুম ।আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভাল আছেন।
 আমরা অনেক সময় দেখি অনেকের ফোন রিসিভ না করে ,তারা কল আসলে কানের ধরেন এবং সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যায় ।আজকের আমি দেখাবো কিভাবে আপনি তাদের মত ফোন রিসিভ না করে শুধু কানে ধরবেন এবং ফোন রিসিভ হয়ে যাবে অটোমেটি।

প্লে স্টোর থেকে নিচের অ্যাপসটি ডাউনলোড করুন। প্লে স্টোরে গিয়ে Easy Answer  সার্চ দিলেই পেয়ে যাবেন::

Easy Answer apps 

এখন সেটিং এ প্রবেশ করে নিচের মত সব সেটিং এ টিক দিয়ে দিন এবং অন্য যে সেটিং আছে সেগুলো কে যেরকম আছে সেরকম ঠিক সেরকমই রাখবেন ।ওগুলো চেঞ্জ না করলেও হবে।


 আপনার কাজ শেষ ।এখন আপনি অ্যাপসটি কাজ করে কিনা অন্য ফোন দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ১০০% কাজ করবে, ইনশাল্লাহ ।

পোষ্টটি সম্পর্কে কোন মতামত থাকলে আমাকে জানাতে পারেন ।
ধন্যবাদ সকলকে।

Post a Comment

0 Comments