• দরুদ অর্থ হলো শুভকামনা, কল্যাণ প্রার্থনা,দোয়া প্রার্থনা। দরুদ শব্দের আরবি হলো ‘সলাত’।
দূরদের ফজিলত |
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশবার দরূদ পাঠ করবেন।”
(মুসলিম ১/২৮৮, নং ৩৮৪)
এক সাহাবি (রা.) বললেন, ইয়া রাসুলুল্লাহ (সা.)! আমি যত নফল ইবাদত করব, তার এক-চতুর্থাংশ দরুদ শরিফ পড়ব। নবীজি বললেন, তা ভালো, আরও বেশি হলে আরও ভালো। সাহাবি (রা.) বললেন, নফলের এক-তৃতীয়াংশ দরুদ শরিফ পড়ব। নবীজি বললেন, তা ভালো, আরও বেশি হলে আরও ভালো। সাহাবি (রা.) বললেন, নফলের অর্ধাংশ দরুদ শরিফ পড়ব। নবীজি বললেন, তা ভালো, আরও বেশি হলে আরও ভালো। সাহাবি (রা.) বললেন, নফলের দুই-তৃতীয়াংশ দরুদ শরিফ পড়ব। নবীজি বললেন, তা ভালো, আরও বেশি হলে আরও ভালো। সাহাবি (রা.) বললেন, নফলের তিন-চতুর্থাংশ দরুদ শরিফ পড়ব। নবীজি বললেন, তা ভালো, আরও বেশি হলে আরও ভালো। সাহাবি (রা.) তখন আর কিছু বললেন না। (মুসলিম ও তিরমিজি)
আমরা সবাই একটা বিষয় জানি,যতক্ষণ না আমরা সবকিছুর থেকে আল্লাহ ও তার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের সব কিছুর থেকে বেশি না ভালোবাসব ততক্ষণ আমরা মুমিন হতে পারব না। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ এর একটি মাধ্যম হলো নফল ইবাদতে দরূদ পড়া। উল্লেখিত সবগুলো হাদিস আমরা জানি। কিন্তু তা স্বত্বেও আমরা দিনে কতবার দরূদ পড়ি? চিন্তা করুন দরূদ পড়লে স্বয়ং আল্লাহর ওয়াদা টুকু। ( প্রথম হাদিস টুকু)
যাদের অভ্যােস কম,তারা একটি জিনিস চেষ্টা করুন।নিয়মিত ১০০ বার পড়ুন। (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দরূদ), নিয়মিত করুন। নিয়মিত আমল হিসেবে তো অধিক পছন্দনীয় হবে সেই সাথে স্বয়ং আল্লাহ ও তার রাসূল (সা.) এর দুআ ও শাফায়াত পাওয়া যাবে।আর কি প্রয়োজন বলুন।
ক্রেডিটঃ হোপ
0 Comments